এইচএসসি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি টেস্ট পেপারস মেইড ইজি: প্রশ্নপত্র ।। HSC Information and Communication Technology Test Papers Made Easy: Question Papers

 এইচএসসি তথ্য  ও যোগাযোগ প্রযুক্তি টেস্ট পেপারস মেইড ইজি: প্রশ্নপত্র

বইয়ের নাম ঃ এইচএসসি তথ্য  ও যোগাযোগ প্রযুক্তি টেস্ট পেপারস মেইড ইজি: প্রশ্নপত্র

শ্রেণি : উচ্চ মাধ্যমিক
বিভাগ : সকল
সংস্করণ : ২০২৫
পৃষ্ঠা : ২৪০

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি টেস্ট পেপারস মেইড ইজি: প্রশ্নপত্র খণ্ডের বৈশিষ্ট্য:

টেস্ট পেপারস অ্যানালাইসিস
এখানে টেস্ট পেপারস-এ দেওয়া বোর্ড ও শীর্ষস্থানীয় কলেজের সৃজনশীল প্রশ্ন বিশ্লেষণ করে ‘গ’ ও ‘ঘ’ নম্বর প্রশ্নগুলো টপিক অনুযায়ী সাধারণ প্রশ্নের আকারে উত্তর নির্দেশনাসহ দেওয়া হয়েছে। যে প্রশ্নগুলো বারবার এসেছে সেগুলো স্টার চিহ্নিত করার মাধ্যমে সাজেশন আকারে উপস্থাপন করা হয়েছে। শিক্ষার্থীরা পরীক্ষার আগে উত্তরপত্র থেকে এই নির্দিষ্ট টপিকগুলো দ্রুত রিভিশন দিয়ে পরীক্ষায় যেকোনো সৃজনশীল প্রশ্নের উত্তর করতে পারবে।

বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র
এখানে সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে এ বিষয়ে সর্বশেষ অনুষ্ঠিত ২০২৪ সালের বোর্ড পরীক্ষাসহ বিগত বিভিন্ন সালের বোর্ড পরীক্ষার প্রশ্নপত্র দেওয়া হয়েছে। এখান থেকে তুমি এইচএসসি পরীক্ষার প্রশ্নের ধরন সম্পর্কে স্পষ্ট ধারণা পাবে।

শীর্ষস্থানীয় কলেজের নির্বাচনি পরীক্ষার প্রশ্নপত্র
সকল বোর্ডের শীর্ষস্থানীয় কলেজসমূহের ২০২৫ সালের নির্বাচনি পরীক্ষার প্রশ্নপত্র বিশ্লেষণ করে সেরা মানের সৃজনশীল রচনামূলক ও বহুনির্বাচনি প্রশ্নপত্র দেওয়া হয়েছে। এ অংশের অনুশীলন তোমাদের পরীক্ষার প্রস্তুতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।

এক্সক্লুসিভ মডেল টেস্ট
সংক্ষিপ্ত সিলেবাসের অধীন বিষয়বস্তুসমূহ বিশ্লেষণ করে বিগত বিভিন্ন সালের বোর্ড পরীক্ষার প্রশ্ন এবং ২০২৫ সালে অনুষ্ঠিত শীর্ষস্থানীয় কলেজের নির্বাচনি পরীক্ষার টপ গ্রেড প্রশ্নের সমন্বয়ে এক্সক্লুসিভ মডেল প্রশ্নপত্র দেওয়া হয়েছে। ঘড়ি ধরে প্রতিটি মডেল টেস্ট দেওয়ার পর তোমরা মেইড ইজি উত্তরপত্র বই থেকে উত্তর মিলিয়ে নেবে। মডেল টেস্টের অনুশীলন তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে সম্পূর্ণ করবে।

সাজেশন: পরীক্ষা ২০২৫
অর্থনীতি প্রথম ও দ্বিতীয় পত্র বিষয়ের সাজেশনটি বোর্ড পরীক্ষক, প্রশ্ন মডারেটর ও বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ শিক্ষক কর্তৃক প্রণীত। এটির অনুসরণ তোমাদের ১০০% সাফল্য নিশ্চিত করবে।

টপ গ্রেড প্রশ্নের সাজেশন
নির্বাচনি পরীক্ষার প্রতিটি কলেজের প্রশ্নপত্রে সেরা মানের প্রশ্নগুলোকে ★ চিহ্নিত করা হয়েছে। বিশেষজ্ঞ শিক্ষকমণ্ডলী সমন্বয়ে গঠিত একটি প্যানেল প্রশ্নপত্রগুলো বিশ্লেষণ করে টপ গ্রেড প্রশ্নগুলোকে বাছাই করেছেন তোমাদের সাজেশন হিসেবে।

গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর সাজেশন
সৃজনশীল রচনামূলক প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ অধ্যায় ও বিষয়বস্তুর আলোকে করা হয়। তাই এ অংশে ওয়ান স্টার ও টু স্টার রেটিং করে অধ্যায় ও বিষয়বস্তুর সাজেশন দেওয়া হয়েছে।

সৃজনশীল রচনামূলক ও বহুনির্বাচনি প্রশ্নের সাজেশন
সৃজনশীল রচনামূলক ও বহুনির্বাচনি প্রশ্নের অধ্যায়ভিত্তিক সাজেশন দেওয়া হয়েছে এ অংশে। বিগত বিভিন্ন সালের বোর্ড প্রশ্ন ও কলেজ প্রশ্ন বিশ্লেষণ করেই তৈরি করা হয়েছে সাজেশনটি। এছাড়াও পরীক্ষায় নিশ্চিত কমন পেতে জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর দেওয়া হয়েছে।

এই পিডিএফ এর Password :  Zahidulsaadclassroom.com

লিংক একটায় কাজ না হলে অন্যটা ট্রাই করবেন কাজ হবে।

Link - 1:   DOWNLOAD 

Link - 2:   DOWNLOAD 

Link - 3:   DOWNLOAD 

Link - 4:   DOWNLOAD 

Link - 5:   DOWNLOAD 

Link - 6:   DOWNLOAD 

Link - 7:   DOWNLOAD 




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. https://defenceflamboyant.com/mpq45ywbwn?key=bb737782b4aa77643aca1ece49bb6980
Ok, Go it!